শ্বাসরুদ্ধ কর ম্যাচে জিতল আর্জেন্টিনা।

প্রতিনিধি মোঃ রিয়াজঃ
শ্বাসরুদ্ধকর ম্যাচে বলিভিয়ার সাথে ২+১ গোলে জিতেছে আর্জেন্টিনা।
দুই বারের বিশ্বচ্যাম্পিয়ন রা
স্বাগতিকরা এগিয়ে যায় ম্যাচের ২৪তম মিনিটে।
আলেজান্দ্রো চুমাচেরোর অ্যাসিস্ট থেকে আর্জেন্টিনার জালে বল জড়িয়ে দেন মার্সেলো মার্টিন্স মোরেনো।
তবে বিরতিতে যাওয়ার আগেই সমতায় ফেরে আর্জেন্টিনা। প্রথমার্ধের শেষ মিনিটে ব্যবধানটা ১-১ করেন লওতারো মার্তিনেস।
আর্জেন্টিনা দ্বিতীয় গোলটি পায় ৭৯তম মিনিটে। লওতারোর পাস থেকে মেসিদের জয়সূচক গোল এনে দেন বদলি হিসেবে নামা জোয়াকিন কোরেয়া। ২০০৫ সালের পর এই প্রথম বলিভিয়ায় মাটিতে জিতল আর্জেন্টিনা। এই জয়ে ২ ম্যাচে ৬ পয়েন্ট আদায় করে নিল মেসিরা।