সৈয়দপুরে আরামবাগ ক্রীড়া সংঘের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচিত বার্তা

মোঃ আমির হোসেন
সৈয়দপুর (নীলফামারী)প্রতিনিধি,
নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার কয়ানিজপাড়া দোলাপাড়ায় অবস্থিত আরামবাগ ক্রীড়া সংঘ। একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন। ১৯৯৪ সাল থেকে সমাজ সেবা মূলক বিভিন্ন কার্যক্রম করে চলেছে।
করোনাকালীন সময়ে যখন আশেপাশের এলাকায় মানুষ অনেকে কর্মহীন হয়ে পড়েছিলো ঠিক সেই সময় প্রায় চারশত অসহায়ের পাশে দাড়ানোর চেস্টা করেছেন বলে জানিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক রাহি চৌধুরী।
এ সময় উক্ত কমিটির পরিচিত সভার মাধ্যমে পুনাঙ্গ তালিকা প্রকাশ করা হয়।
পরিচালনা পরিষদ এ যারা রয়েছেন
মোঃ লিটন ইসলাম- সভাপতি
মোঃ ফারুক -সহ-সভাপতি
মোঃ রাহি চৌধুরী - সাধারণ সম্পাদক
মোঃ সুজন সরকার- সহসাধারণ সম্পাদক
মোঃ রেজাউল ইসলাম সাদ্দাম -সাংগঠনিক সম্পাদক
মোঃ স্বপন ইসলাম - কোষাধ্যক্ষ
মোঃ ফজলে রাব্বি শেখ - দপ্তর সম্পাদক
মোঃ শামীম তানজির- প্রচার সম্পাদক
মোঃ আলি আহসান আবু - ক্রীয়া সম্পাদক
মোঃ মাসুদ রানা -সমাজ কল্যান বিষয়ক সম্পাদক
মোঃ আকাশ আহমেদ -সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক
মোঃ হৃদয় রানা - কার্যকারী সদস্য
মোঃ রবিউল ইসলাম -কার্যকারী সদস্য