৭১ টিভির সাংবাদিক দেব চৌধুরীকে অবুঝ বললেন ব্রাজিলিয়ান সাপোর্টাররা।

স্টাফ রিপোর্টার আউয়াল ফকিরঃ
দেব চৌধুরী যে কথাগুলো,
যে ফুটবলার কোনোদিন ইউরোপের টপ ফ্লাইটে ফুটবল খেলেননি তাকে সর্বকালের সেরা ফুটবলার আমি কোনোদিনও মানব না।তার ক্যারিয়ারের পিকটাইমে তিনি কোনোদিন ইউরোপের টপ ফ্লাইটে ফুটবল খেলেননি।এই চ্যালেঞ্জটা নেওয়ার সামর্থ্য কি তার ছিলোনা?নাকি তিনি ভয় পেতেন?
তার কথার জবাব দিলেন তারা পরিসংখ্যান দিয়ে,
এবার দেখে নেওয়া যাক ব্রাজিলীয়ান ক্লাব সান্তোসের হয়ে ইউরোপের বিভিন্ন দেশের দলগুলোর বিপক্ষে পেলের গোলসংখ্যাঃ-
বেলজিয়ামের দলগুলোর বিপক্ষে পেলেঃ-
ম্যাচঃ-১১
জয়ঃ-৮
পরাজয়ঃ-১
ড্রঃ-২
গোলঃ-১১
সোভিয়েত ইউনিয়নের দলগুলোর বিপক্ষে পেলেঃ-
ম্যাচঃ-৩
জয়ঃ-২
পরাজয়ঃ-১
গোলঃ-৩
ইংল্যান্ডের দলগুলোর বিপক্ষে পেলেঃ-
ম্যাচঃ-৮
জয়ঃ-৫
পরাজয়ঃ-১
ড্রঃ-২
গোলঃ-৯
ফ্রান্সের দলগুলোর বিপক্ষে পেলেঃ-
ম্যাচঃ-৯
জয়ঃ-৮
ড্রঃ-১
গোলঃ-১১
গ্রীসের দলগুলোর বিপক্ষে পেলেঃ-
ম্যাচঃ-৪
জয়ঃ-৩
পরাজয়ঃ-১
গোলঃ-৩
হাঙ্গেরীর দলগুলোর বিপক্ষে পেলেঃ-
ম্যাচঃ-২
জয়ঃ-১
ড্রঃ-১
গোলঃ-২
ইতালির দলগুলোর বিপক্ষে পেলেঃ-
ম্যাচঃ-৩৮
জয়ঃ-২৯
পরাজয়ঃ-৭
ড্রঃ-২
গোলঃ-৪১
নেদারল্যান্ডের দলগুলোর বিপক্ষে পেলেঃ-
ম্যাচঃ-২
জয়ঃ-২
গোলঃ-৪
পর্তুগালের দলগুলোর বিপক্ষে পেলেঃ-
ম্যাচঃ-৯
জয়ঃ-৭
ড্রঃ-২
গোলঃ-১৩
স্পেনের দলগুলোর বিপক্ষে পেলেঃ-
ম্যাচঃ-১৪
জয়ঃ-৫
পরাজয়ঃ-৬
ড্রঃ-৩
গোলঃ-৯
সুইজারল্যান্ডের দলগুলোর বিপক্ষে পেলেঃ-
ম্যাচঃ-৩
জয়ঃ-২
পরাজয়ঃ-১
গোলঃ-৫
পশ্চিম জার্মানীর দলগুলোর বিপক্ষে পেলেঃ-
ম্যাচঃ-১৯
জয়ঃ-১৬
পরাজয়ঃ-১
ড্রঃ-২
গোলঃ-২৯
যুগোস্লাভিয়ার দলগুলোর বিপক্ষে পেলেঃ-
ম্যাচঃ-৫
ড্রঃ-৫
গোলঃ-৪
সুইডেনের দলগুলোর বিপক্ষে পেলেঃ-
ম্যাচঃ-১
জয়ঃ-১
গোলঃ-০
আয়ারল্যান্ডের দলগুলোর বিপক্ষে পেলেঃ-
ম্যাচঃ-১
জয়ঃ-১
গোলঃ-০
অস্ট্রিয়ার দলগুলোর বিপক্ষে পেলেঃ-
ম্যাচঃ-১
পরাজয়ঃ-১
গোলঃ-০
অর্থাৎ সান্তোসের হয়ে ইউরোপের দলগুলোর বিপক্ষে পেলে ১৩০ম্যাচ খেলেছেন।যার মধ্যে জিতেছেন ৯০টি,হেরেছেন ২০টি,ড্র হয়েছে ২০টি।আর এই ১৩০ ম্যাচে পেলে গোল করেছেন ১৪৪টি
সুতরাং দেব চৌধুরীর মতো কিছু আবাল মার্কা সাংবাদিকের কথায় পেলের কিছু আসবে যাবে না বললেন ব্রাজিলের সাপোর্টাররা।