ফুটবলের রাজা পেলের রেকর্ড স্পর্শ করলো ফুটবল জাদুকর মেসি

প্রতিবেদকঃ টিপু সুলতান বিজয়,
লিওনেল মেসি রেকর্ডের বরপুত্রের জন্মই হয়েছে বোধ হয় রেকর্ড ভাঙা ও গড়ার জন্য।
ফুটবল ইতিহাসের অন্যতম সেরা প্লেয়ার যাকে ফুটবলের রাজা বলা হয় সেই পেলের অবিশ্বাস্য রেকর্ড গতকাল রাতে স্পর্শ করেছে লিওনেল মেসি।
একক ক্লাব সান্তোসের হয়ে ব্যাক্তি ৬৪৩ গোলের রেকর্ডের মালিক ছিলো এতো দিন পেলে। অনেকেই ভেবেছিলো এই রেকর্ড স্পর্শ করা হয় তো সম্ভব না। কিন্তু নামটা যেহেতু লিওনেল মেসি। যার কাছে ফুটবলের অসম্ভব বলে কিছু নাই। তাই তো এই অনন্য রেকর্ড স্পর্শ করে ফেললো।এটা অতিক্রম করা তো মাত্র সময়ের ব্যাপার। এই আর্জেন্টিনার সুপার স্টার একের পর এক রেকর্ড নিজের দখলে নিয়ে যাচ্ছে।
দেখে নেয়া যাক একক ক্লাবের হয়ে টপ ১০জন গোলদাতাদের লিস্ট :-
১। লিও মেসি (বার্সেলোনা) ৬৪৩টি
২। পেলে (সান্তোস এফসি) ৬৪৩টি
৩। জার্ড মুলার (বায়ার্ন মিউনিখ) ৫৬৬টি
৪। ফার্নান্দো পেইরোটিয়ো (স্পোর্টিং লিসবন) ৫৪৪টি
৫। জোসেফ বিকান (স্লাভিয়া প্রাহা) ৫৩৪টি
৬। জিম্মি ম্যাকগ্রোয় (সেল্টিক) ৫২২টি
৭। জিম্মি জোন্স (গ্লিনাবন) ৫১৭টি
৮। সিলার (হামবার্গ) ৫০৭টি
৯। ইউসেবিও (বেনফিকা) ৪৭৩টি
১০। ক্রিশ্চিয়ানো রোনালদো (রিয়াল মাদ্রিদ) ৪৫০টি
সবার আগে সকল ধরনের খেলার আপডেট পেতে আলোচিত বার্তার সাথে থাকুন।