পিএসজি না বলা সত্ত্বেও কোচের বিদায়ের কথা জানিয়ে দিলেন এমবাপ্পে।

স্টাফ রিপোর্টার আউয়াল ফকিরঃ
পিএসজি বোর্ড থেকে সাবেক কোচ টুখেল কে স্যাক করার কথা গোপন রাখার কথা থাকা সত্বেও সেটিকে
সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সট্রাগ্রামে সাবেক কোচের সঙ্গে একটি ছবি দিয়ে সবাইকে জানিয়ে দিয়েছেন।
ও সাবেক কোচ এর সম্বন্ধে মন্তব্য করে বলেন, দুঃখজনকভাবে এটাই ফুটবলের নিয়ম। এখানে আপনার কাটানো সময় কেউ ভুলবে না। ক্লাবের ইতিহাসে অপরূপ একটি অংশ লিখে গেছেন আপনি। আপনাকে বলার শুধু একটা কথাই বাকি ধন্যবাদ কোচ।