আবারো মাঠে পুনর্মিলন হতে যাচ্ছে থমাস টুখেল - থিয়াগো সিলভার।

স্টাফ রিপোর্টার উয়াল ফকিরঃ
পিএসজি লিজেন্ড থিয়াগো সিলভাকে ফ্রিতে দলে ভিড়িয়ে ছিলেন সাবেক ব্লু বস ল্যাম্পার্ড । কিন্তু সিজনের মাঝেই স্যাক হতে হলো ল্যাম্পার্ডকে আর এদিকে পিএসজি থেকেও কিছুদিন আগে বরখাস্ত হয়েছেন থমাস টুখেল । এবার চাকরি হারানো টুখেলকে কোচ নিযুক্ত করলো ব্লুজরা ।
আজ রাত ১২ টায় চেলসি মুখোমুখি হতে যাচ্ছে ওলভসের । আর এই ম্যাচ দিয়েই আবারও পুনর্মিলন হতে যাচ্ছে সিলভা - টুখেলের