জিতে ও বাদ পড়লেন বায়ার্ন, সেমিতে পিএসজি।

স্টাফ রিপোর্টার আউয়াল ফকিরঃ
উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে নিজেদের মাটিতে বায়ার্নের কাছে হেরেছে পিএসজি। তবে হেরেও সেমিফাইনালে উঠেছে নেইমার এমবাপ্পেরাই।
চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে আজ পিএসজির মাটিতে পিএসজিকে ১-০ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। ফলে দুই লেগ মিলিয়ে খেলার ফলাফল দাড়ায় ৩-৩। কিন্তু প্রতিপক্ষের মাঠে বেশি গোল করার সুবিধা নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে পিএসজি।
দ্বিতীয় লেগের এই ম্যাচে বায়ার্নকে অবশ্যই ২-০ গোলে জিততে হত যদি পরের রাউন্ডে যেতে চায়। এমন ম্যাচে ৪০ মিনিটে সাবেক পিএসজি তারকা মটিং গোল করে এগিয়ে দেন বায়ার্নকে।
তবে ম্যাচের বাকিটা সময়ে চেষ্টা করেও আর একটি গোল আদায় করতে পারেনি বায়ার্ন। ফলে জিতেও বিদায় নিতে হয় দলটিকে।
ম্যাচ সেরার পুরুষ্কার টি পান নেইমার।