আরও একবার নাভাসে রক্ষা পেলো পিএসজির

 প্রকাশ: ০৮ অগাস্ট ২০২১, ০৭:৩৪ অপরাহ্ন   |   খেলাধুলা


স্টাফ রিপোর্টার আউয়াল ফকির

পিএসজি ২-১ ট্রয়েস(ফুল টাইম)

নেইমার,মারিয়া,মার্কু সহ কয়েকজনকে ছাড়াই খেলতে নেমে প্রথমার্ধ ভালোভাবেই শেস করে পিএসজি। 

দ্বিতীয়ার্ধে বল পজিশন ধরে রাখলেও গোলের চান্স পেয়েছি হাতেগুনা ২ টি।

যারমধ্যে প্রথমটিতে ইকার্দি ব্যার্থ হোন বল কন্ট্রোল করতে & দ্বিতীয়টি এম্বাপ্পের ছেলেমানুষী লোজ করলো।এম্বাপ্পে,হেরেরা,হাকিমিকে শেষের দিকে ক্লান্ত মনে হচ্ছিলো।

তখন তাদের সাব করালে খেলার স্পিড বাড়তো।

শেষের দিকে নাভাসের অতিমানবিয় দুইটি সেভ না হলে প্রথম ম্যাচেই পয়েন্ট ড্রপ করতে হতো পিএসজির।

শেষ পর্যন্ত জয় নিশ্চিত করেই মাঠ ছাড়ে পিএসজি। গোল দুটি আসে একটি হাকিমীর পা থেকে ১৯ মিনিটে ওপর টি ইকারদীর পা থেকে ২১ মিনিটে।

খেলাধুলা এর আরও খবর: