ব্রাজিল-আর্জেন্টিনা সুপার ক্লাসিকো ম্যাচ বন্ধ
স্টাফ রিপোর্টার আউয়াল ফকির,
ব্রেকিং_নিউজঃ ব্রাজিলের হোম কোয়ারান্টাইন নিয়মকে উপেক্ষা করে আর্জেন্টিনার ৪ জন খেলোয়াড়কে একাদশে রাখায় স্বাস্থ্যকর্মী খেলা বন্ধ করার নির্দেশ দিলে তার সাথে হাতাহাতিতে জড়িয়ে পরে আর্জেন্টিনার কিছু খেলোয়াড়। ফলে খেলাটি এই মুহূর্তে বন্ধ রয়েছে।
উল্লেখ্য, ব্রাজিলে এসে করোনা প্রোটকল না মানায় আর্জেন্টিনার চার ফুটবলারকে ১৪ দিন হোম কোয়ারান্টাইনে থাকা অবস্থা আর্জেন্টিনায় ফিরে যাওয়ার কথা বলা হয়েছিল। তারপরও সেই চার ফুটবলার আর্জেন্টিনার একাদশে থাকায় খেলার মাঝে এই বিপত্তি ঘটে।
[অফিসিয়ালভাবে জানা গেলে আমাদের পেজে বিস্তারিতভাবে জানানো হবে ইনশাআল্লাহ ]