নীলফামারীতে গোপনে নিয়োগ পরিক্ষার অভিযোগ অন‍্যের বাড়ির ঘরে আশ্রয় নিলেন প্রধান শিক্ষিকা ও সভাপতি

 প্রকাশ: ৩০ জুন ২০২৪, ০৮:৩৬ অপরাহ্ন   |   সারাদেশ


 


নুরল আমিন রংপুর ব্যুরোঃ


নীলফামারীর ডিমলায় খগা বড়বাড়ী বালিকা দ্বি-মূখী উচ্চ বিদ‍্যালয়ে গোপনে নিয়োগ পরিক্ষার অভিযোগ উঠেছে। 


জানা যায়, নীলফামারীর ডিমলা উপজেলার খগাখড়িবাড়ী ইউনিয়নে অবস্থিত খগা বড়বাড়ী বালিকা দ্বি-মূখী উচ্চ বিদ‍্যালয়ে  গোপনে নিয়োগ পরিক্ষা চলাকালীন সময় পূর্বের নিয়োগকৃত আয়া রহিমা উপস্থিত হলে পালিয়ে গিয়ে বিদ‍্যালয়ের পাশের বাড়ির একটি ঘরে আশ্রয় নেয় বিদ‍্যালয়ের প্রধান শিক্ষিকা ও সভাপতি। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যকর অবস্থার সৃষ্টি হয়েছে।


অভিযোগ করে ভুক্তভোগী রহিমা বেগম বলেন, আমাকে ২০০২ সালে সাবেক প্রধান শিক্ষক মৃত  মতিয়ার রহমান আয়া পদে নিয়োগ দেন এবং সেই সময় হতে আমি বিদ‍্যালয়ে আয়া পদে চাকরি করে আসছিলাম কিন্তু বেতন না পাওয়ায় কিছু দিন থেকে মাঝে মাঝে জীবিকার তাগিদে অনিয়মিত হওয়ার সুযোগে বতর্মান প্রধান শিক্ষিকা আমার পদে আবার পুনরায় গোপনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে নিয়োগ পরিক্ষা দেয়ার সময় ভুক্তভোগী ও এলাকার লোকজনের ভয়ে পালিয়ে গিয়ে বিদ‍্যালয়ের পাশের বাড়ির একটি ঘরে আশ্রয় নেয় বিদ‍্যালয়ের প্রধান শিক্ষিকা ও সভাপতি। 


এদিকে সভাপতি ও প্রধান শিক্ষিকাকে একাধিক বার মুটোফোনে ফোন দিয়ে পাওয়া যায়নি।

সারাদেশ এর আরও খবর: