বদরগঞ্জে মিল্ক ভিটায় কেমিক্যালযুক্ত দুধ বিক্রি, জনস্বাস্থ্য চরম হুমকির মুখে।

বদরগঞ্জ প্রতিনিধি
রংপুরের বদরগঞ্জ উপজেলায় কয়েকটি মিল্ক ভিটায় কেমিক্যাল মিশিয়ে দুধ বিক্রির অভিযোগ উঠেছে। প্রতিদিন অসংখ্য সাধারণ মানুষ এই ভেজাল দুধ কিনে নিজেদের ও পরিবারের স্বাস্থ্য ঝুঁকিতে ফেলছেন—এমনটাই দাবি করেছেন স্থানীয় ভোক্তারা।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, কিছু অসাধু ব্যবসায়ী লাভের আশায় কাঁচা দুধে ফরমালিন, স্টার্চ, ডিটারজেন্ট এবং হাইড্রোজেন পারঅক্সাইডের মতো ক্ষতিকর কেমিক্যাল মিশিয়ে তা মিল্ক ভিটার মাধ্যমে বাজারে সরবরাহ করছেন। এসব কেমিক্যাল শরীরে দীর্ঘমেয়াদে কিডনি, লিভার, পেটের রোগ এবং ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দেয়।
স্থানীয় বাসিন্দা বলেন, “দুধ সেদ্ধ করার সময় গন্ধটা কেমন অদ্ভুত লাগে। পরে এক পরিচিতের মাধ্যমে জানতে পারি দুধে নাকি কেমিক্যাল মেশানো হচ্ছে।”
এ বিষয়ে বদরগঞ্জ উপজেলা প্রশাসনের কোনো মন্তব্য এখনো পাওয়া যায়নি। তবে সচেতন মহল ও এলাকাবাসী প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছেন, এসব ভেজাল দুধ উৎপাদক ও সরবরাহকারীদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নিতে হবে।