গোমস্তাপুরে সুজনের কমিটি গঠন।। নাহিদ সভাপতি, শাহীন আলম সম্পাদক।

 প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ১০:৫৬ অপরাহ্ন   |   সারাদেশ



আবু নাইম স্টাফ রিপোর্টার গোমাস্তাপুর 


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সুশাসনের জন্য নাগরিক (সুজন) উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।শনিবার বিকেলে রহনপুর পৌর এলাকার হুজরাপুর মডেল একাডেমিতে আয়োজিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক আব্দুল্লাহ আল মামুন নাহিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজন জেলা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মনোয়ার হোসেন জুয়েল। বিশেষ অতিথি ছিলেন সুজনের জেলা কমিটির সহ-সভাপতি আলহাজ্ব মাসিদুর রহমান মাসুদ। বক্তব্য রাখেন সুজনের চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কমিটির সম্পাদক জারিফ হোসেন, রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক ড. আতিকুর রহমান, রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাওসার আলী, আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলাউদ্দিন, হুজরাপুর মডেল একাডেমির প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, রহনপুর ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শরিফুল ইসলামসহ অন্যরা।পরে সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন নাহিদকে সভাপতি ও শাহীন আলমকে সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট গোমস্তাপুর উপজেলা কমিটি গঠন করা হয়।

সারাদেশ এর আরও খবর: