ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকীতে ‘চলো পাল্টাই বাংলাদেশ’ বৃদ্ধাশ্রমে ভালোবাসার ছোঁয়া।
আরিফ শরীফ
নড়াইল জেলা প্রতিনিধি
১৯ এপ্রিল ২০২৫ — নড়াইলের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘চলো পাল্টাই বাংলাদেশ’ ছয় বছরে পা রাখল আজ। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যতিক্রমধর্মী ও হৃদয়ছোঁয়া আয়োজনের মাধ্যমে দিনটি উদযাপন করেছে সংগঠনটির স্বেচ্ছাসেবকরা।
এই উপলক্ষে নড়াইল শহরের একটি বৃদ্ধাশ্রমে গিয়ে প্রবীণদের সঙ্গে সময় কাটায় তারা। শুধু কথা বলেই থেমে থাকেননি—তাদের জন্য নিয়ে যান পুষ্টিকর ও সুস্বাদু খাবার। খাবার বিতরণ শেষে বিভিন্ন আয়োজনের মাধ্যমে আনন্দ ভাগাভাগি করে নেন তারা।
সংগঠনের অফিস সেক্রেটারি বর্ষা খানব বলেন, “আমরা চাই এই দিন শুধু আমাদের না হোক, হোক তাদেরও যাদের অনেকেই সমাজে আজ অবহেলিত। ছয় বছর পূর্তিতে আমরা ভালোবাসার এই স্পর্শটুকু দিতে পেরে ধন্য।”
বৃদ্ধাশ্রমের ৬১ বছরের প্রবীণ সদস্য আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “অনেকদিন পর এমন আনন্দের দিন কাটালাম। কেউ কেউ ভুলে গেলেও ওরা আমাদের মনে রেখেছে।”
২০১৯ সালে জাকারিয়া খান সহ কয়েকজন তরুণের হাতে গড়ে ওঠা ‘চলো পাল্টাই বাংলাদেশ’ আজ নড়াইল জেলার একটি পরিচিত ও মানবিক মুখ। করোনা মহামারির সময় তাদের কার্যক্রম চোখে পড়ার মতো ছিল—চাল, ওষুধ, খাবার বিতরণ থেকে শুরু করে রক্তদান, শিক্ষা সহায়তা, পরিবেশ সচেতনতা—সবক্ষেত্রেই সক্রিয় ভূমিকা পালন করছে সংগঠনটি।
দিনশেষে সংগঠনের সদস্যরা জানিয়ে দেন, এই উদযাপন নয়, বরং মানুষকে ভালোবাসার দিন ছিল এটি। আগামীদিনগুলোতেও তারা পাশে থাকতে চায় সমাজের সব স্তরের মানুষের।