শরৎ স্মরণ -৩।

 প্রকাশ: ০৪ অক্টোবর ২০২০, ০৩:০৮ অপরাহ্ন   |   সাহিত্য-সংস্কৃতি


জিয়াউল ইসলাম, ব্যুরো প্রধান খুলনাঃ

  ব্রত চৌধুরীঃ-

 সেই শরতে আমি মুগ্ধ হয়েছিলাম তার সৌন্দর্যে,

তার হাসি, চোখের জ্যোতি, হৃদয়ের উচ্ছ্বলতা,

মোলায়েম কন্ঠ আমি ভালোবেসেছিলাম।

সে আমাকে দেখিয়েছিল শরতের আকাশ থেকে

 চুইয়ে চুইয়ে  শিশির পড়ার দৃশ্য,

সে আমায় চিনিয়েছিল শরৎ জুড়ে

প্রকৃতিতে বয়ে চলা মন মাতানো গন্ধ, 

আমাকে সে শুনিয়েছিল

মহালয়ার ভোরে দেবীমাহাত্ম্যম  মন্ত্র। 

তারপর পঞ্চমী থেকে নবমী

উৎসবের দিনগুলোতে হাতে হাত রেখে 

আমার হৃদয়ে  বুনেছিল ভালবাসার স্বপ্ন বীজ। 

বিসর্জনের সন্ধ্যায়  বিদায় জানিয়েছিল  

ভেজা চোখে উমা'কে আর আমাকে,

কথা দিয়েছিল দীপাবলি'র রাতে ফিরবে সে।   

এরপর দীপাবলি  ছাড়িয়ে একে একে 

সব উৎসব ফুরিয়ে গেল, 

ঋতু চক্রে বর্ষা শেষে  আবার এলো শরৎ 

ফিরে এলো হিমঝুরি, গগনশিরীষ,ছাতিম,

 শিউলি,  কাশফুল আর শরতের অকৃত্রিম গন্ধ। 

তবুও ফিরলো না সে নীল আকাশের সাথে,

ঘাসের ডগায় জমে থাকা শিশিরের পাশে।   

অথচ আমার হৃদয়ে বপন করা 

সেই ভালবাসার বীজ

অঙ্কুরিত হয়ে আজ বৃক্ষ প্রায়, 

তার শিকড় ছড়িয়েছে সমস্ত হৃদয় জুড়ে

একটু একটু করে শুষে নিচ্ছে সবটুকু রস  ।

শুষ্ক এই হৃদয়টির আজ একটু জল প্রয়োজন,

সে কি আসবে, করবে হৃদয়ে জলসিঞ্চন,  

অথবা আমাকে মুক্তি দিতে বৃক্ষটির  মূলোৎপাটন!