আমরা ভুলিনি তোমাদের.......কানতারা খান

 প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২০, ১২:৩৫ পূর্বাহ্ন   |   সাহিত্য-সংস্কৃতি


কানতারা খান:


বদ্ধভূমিতে পরে থাকা

ছিন্নভিন্ন কিছু দেহ

কিছু গলিত কিছু অর্ধ গলিত

হাতবাঁধা, চোখের কুঠুরিতে রক্ত জমাট।

লাল রক্তের স্রোতধারায় লায়লোপাট

বাংলার সূর্য সন্তানেরা

আমরা ভুলিনি তোমাদের।


রাতের অন্ধকারে দরজায় কড়া নেড়ে

এসেছিলো নরপিশাচেরা আপনবেশে

তারা যে আমাদেরই আশেপাশের

ভেবেছিলাম নিজের মানুষ।

কিন্তু কি ভয়ঙ্কর সেই মুখোশ

কি কুৎসিত তাদের নীলনকশা

আমরা ভুলিনি তোমাদের।


আলোকিত প্রাণগুলো

স্বপ্ন সাজিয়েছিলো মানচিত্রের

সেবা করেছিল দামাল ছেলেদের

ভেবেছিলো দেশকে পৌঁছে দেবে মহাকাশে।

পৃথিবীর বুকে জ্বলজ্বল করবে

বাংলাদেশ বাংলাদেশ

আমরা ভুলিনি তোমাদের।


দেশ স্বাধীনের পর

সব আনন্দ যে ফিকে হয়ে গেলো

মিরপুরের জলাশয়ে আমাদের জয়

মুখ থুবড়ে পরে রইলো লাল জমাট রক্তে।

স্বজনদের ঝপসা চোখে

সবগুলো চেনা মুখই যেন আজ বড়োই অচেনা

আমরা ভুলিনি তোমাদের।


যেই বুকে ছোট্ট মেয়েটি ঘুমাতো, খেলা করতো

সেই বুক বেয়োনেটের আঘাতে ঝাঁঝরা,

যেই চোখ স্বপ্ন দেখতো, স্বপ্ন দেখাতো

সেই চোখ উপরে ফেলা হয়েছে,

যেই হাত নতুন দিনের গল্প কবিতা লিখতো

সেই হাত খণ্ডিত দ্বিখণ্ডিত

আমরা ভুলিনি তোমাদের।


সন্তানেরা অপেক্ষার প্রহর গুনে

শীত গ্রীষ্ম বসন্ত ঘুরে ঘুরে আসে

জ্বলে উঠে না শুধু উদ্ভাসিত প্রদীপগুলো।

কথা দিয়েও ফিরে আসেনি কেউ

বুকের ভিতর এখনো হু হু করে

এত বছরের জমে থাকা কষ্ট আর কান্না

আমরা ভুলিনি তোমাদের।


আজ স্বাধীনতার এই সুবর্ণ প্রহরে

খুঁজে ফিরি তোমাদের

প্রতিদিনের অর্জনে, প্রতিটি স্বপ্নপূরণে

দেখি তোমাদের প্রতিচ্ছবি।

আমরা যে তোমাদেরই

তোমাদেরই রেখে যাওয়া বিজয়

তোমাদেরই আলোক স্পৃহা।


আমরা ভুলিনি তোমাদের।