ধূপশিখা।

 প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২০, ০৩:১১ অপরাহ্ন   |   সাহিত্য-সংস্কৃতি


 কবি, রফিকুল ইসলামঃ


"কলিজাটা ধূপশিখা হয়ে 

জ্বলে পুড়ে ছারখার হয়ে 

যাচ্ছে যখন,

হয়তো গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে 

আছো  তখন" !


এজন্য পাই না তোমার 

কভূ সাড়া,

বাহিরের সিড়িতে বসে 

বইছে জলধারা" !!


ও সখী গো  -

এই কি প্রেমের প্রতিদান..?

একজনের ফুলশয্যা, 

অন্যজনের ব্যথার দান !!!