কালকিনি পৌরসভা নির্বাচন স্থগিত

 প্রকাশ: ১২ ফেব্রুয়ারী ২০২১, ০৮:১৯ পূর্বাহ্ন   |   ঢাকা


স্টাফ রিপোর্টারঃ শেখ লিয়াকত আহম্মেদ

আসন্ন কালকিনি পৌরসভা নির্বাচন স্থগিত করা করেছে বলে নিশ্চিত করেছে

জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান। 


বৃহস্পতিবার সন্ধার পর এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি প্রকাশ করে নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-১ শাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মোরশেদ আলম। 


বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৪ ফেব্রুয়ারি ২০২১ইং তারিখে ভোট গ্রহনে জন্য নির্ধারিত মাদারীপুর জেলার কালকিনি পৌরসভা নির্বাচন’২০২১ইং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করার জন্য মাননীয় নির্বাচন কমিশন সিন্ধান্ত গ্রহন করেছেন। 


আগামী ১৪ ফেব্রুয়ারি এ পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণের কথা ছিল।

কালকিনি পৌরসভা নির্বাচনে মেয়র পদে মোট ৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। 

প্রার্থীরা হলেন আওয়ামী লীগের মনোনীত

মেয়র প্রার্থী এস এম হানিফ, বিএনপির মোঃ কামাল হোসেন, স্বতন্ত্র মেয়র প্রার্থী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মসিউর রহমান, বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা। এ ছাড়াও ইসলামী আন্দোলনের লুৎফার রহমান।


কালকিনি পৌরসভার মোট ভোটার ৩৩ হাজার ৪০০ জন। নারী ভোটার ১৬ হাজার ৭০০ ও পুরুষ ভোটার ১৭ হাজার ৩০০ জন। চতুর্থ ধাপে কালকিনি পৌরসভার এই নির্বাচন ইভিএমের মাধ্যমে 

ভোট হওয়ার প্রস্তুতি ছিল।

ঢাকা এর আরও খবর: