গোপালগঞ্জে মধুমতি নদীর উপর ব্রিজ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন, স্বপ্ন পুরন হচ্ছে কয়েক লাখ মানুষের।

 প্রকাশ: ২৪ জানুয়ারী ২০২১, ০৩:২৮ অপরাহ্ন   |   জেলার খবর


গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ

গোপালগঞ্জ  এলজিইডির অধীনে  সদর উপজেলার ঘাঘাধলইতলা মধুমতি নদীর উপর নির্মিত হচ্ছে ব্রীজ। আজ বিকালে আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ থেকে বার বার নির্বাচিত শেখ ফজলুল করিম সেলিম ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ব্রিজের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করেন। এতে স্বপ্ন পূরণ হচ্ছে দুই জেলার কয়েক লাখ মানুষের। প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য এ ব্রীজটির গোপালগঞ্জ জেলার সদর উপজেলা ও নড়াইল জেলার লোহাগড়া উপজেলার অন্ততঃ ২০ গ্রামের মানুষের মধ্যে সেতু বন্ধন তৈরী হবে। এসব গ্রামের মানুষের যাতায়াত ও অর্থনৈতিক উন্নতি হবে। ব্যবসা-বাণিজ্য সম্প্রসারিত হবে।। আগামী ২৩ সালের নভেম্বরের মধ্যে এ নির্মান কাজ সম্পন্ন হবে।


ব্রিজটি নির্মাণ হলে গোপালগঞ্জ জেলার সাথে নড়াইল জেলার সংযোগ স্থাপন হবে। গোপালগঞ্জের মানুষের নড়াইল, যশোর, বেনাপোল যাতায়াতাতে সুবিধা হবে। এদিকে গোপালগঞ্জ, নড়াইল, যশোরসহ বেনাপোল জেলার মানুষ অল্প সময়ের মধ্যে ঢাকা পোঁছাতে পারবে। মধুমতি নদীর উপর এই ব্রিজটি নির্মিত হলে এই অঞ্চলের সড়ক যোযোগের যুগান্তকারী নেটওয়ার্ক সৃষ্টি হবে। জালালাবাদ ইউনিয়ন সহ পাশ্ববর্তী কয়েকটি গ্রামের লক্ষাধিক মানুষের যাতায়াত ব্যবস্থা ত্বরান্বিত হবে বলে জানিয়েছেন গোপালগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী এহসানুল হক।

ভিত্তি প্রস্তর স্থাপনকালে এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চু, পৌর মেয়র কাজী লিয়াকত আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুর রহমান, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি শেখ মোহাম্মদ রুহুল আমীন, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম মিটু, শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম, এলজিইডি সদর উপজেলা ইঞ্জিনিয়ার এস এম জাহিদুল ইসলাম সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।

জেলার খবর এর আরও খবর: