মধুখালীতে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা।

 প্রকাশ: ২৩ ফেব্রুয়ারী ২০২১, ০৩:৩১ অপরাহ্ন   |   জেলার খবর


সুজল খাঁন, মধুখালী প্রতিনিধিঃ

 ফরিদপুরের মধুখালীতে ভ্রাম্যমাণ আদালতে রাইস কল মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 


সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে উপুজেলার কোরকদি ইউনিয়নের বামুন্দী বালিয়াকান্দী বাজারে ভ্রাম্যমান আদালত অভিযানে চালিয়ে, চালকল ব্যবসায়ী মোঃ নজরুল ইসলামের ঘরে নিষিদ্ধ প্লাস্টিক ব্যাগে চাল ও ভুষি মজুদ রাখার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করে। এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া তাবাসসুম। 


২০১০ শাল প্রণয়ন ও বাস্তবায়ন আইনে বলা হয়েছে ১৯ টি পণ্যে মোড়কীকরণে পাটের ব্যাগ ব্যবহার করা বাধ্যতামুলক করা হয়েছে। যদি কেও এ নিয়ম ভঙ্গ করে, তবে তাকে জেল জরিমানা ভোগ করতে হবে। দেশে পাট খাতের উন্নয়ণ ও সম্প্রসারণে সরকার এমন পদক্ষেপ নিয়েছে।

জেলার খবর এর আরও খবর: