লালপুরে ৩৩৩ নম্বরে কল করে খাদ্য সহায়তা পেল অসহায় কাবিল উদ্দিন।

 প্রকাশ: ০৮ মে ২০২১, ০৭:২৩ অপরাহ্ন   |   জেলার খবর


লালপুর (নাটোর) প্রতিনিধিঃ

নাটোরের লালপুরে ৩৩৩ নম্বরে কল করে খাদ্য সহায়তা পেল উপজেলার গোপালপুর পৌরসভার কেশবপুর মহল্লার দরীদ্র,অসহায়,প্রতিবন্ধী কাবিল উদ্দিন (৭০)। শনিবার দুপুরে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তার বাসায় খাদ্য সহায়তা পৌছে দেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শাম্মি আক্তার। সে ওই গ্রামের মৃত ঈমান প্রামানিকের ছেলে। খাদ্য সহায়তা পেয়ে কাবিল উদ্দিন খুশি। তিনি জানান, আমি প্রতিবন্ধী, অসহায়, আমার পরিবারে রোজগার করার মত কেউ নেই, বেশ কিছু দিন ধরে মানবেতর জীবন যাপন করছি, উপায়ন্তর না দেখে ওই নম্বরে কল করে সহায়তার আবেদন জানিয়েছিলাম, তবে এগুলো ফুরিয়ে গেলে কিভাবে দিন যাবে তা ভেবে পাচ্ছিনা। লালপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শাম্মি আক্তার জানান, এ পর্যন্ত উপজেলার মোট ৩৮ টি পরিবার উক্ত নম্বরে কল করে খাদ্য সহায়তা চেয়েছে, আমরা বাড়ি বাড়ি গিয়ে এ খাদ্য সহায়তা পৌছে দিচ্ছি,আগামীকালকের মধ্যেই সবার কাছে এ সহায়তা পৌছে যাবে। খাদ্য সহায়তার মধ্যে রয়েছে চাউল,ডাউল,তেল, লবন,মাস্ক,সাবান ও হ্যান্ড স্যানিটাইজার।

জেলার খবর এর আরও খবর: