শার্শা ও বেনাপোল বাজারে কঠোর লকডাউন।

 প্রকাশ: ১৮ জুন ২০২১, ০১:৩৩ পূর্বাহ্ন   |   জেলার খবর


মনা বেনাপোল (যশোর) প্রতিনিধ:

 যশোরের শার্শা উপজেলার বেনাপোলে করোনা সংক্রমণ হার দিন দিন বৃদ্ধি পাওয়াতে শার্শা ও বেনাপোল বাজারে লকডাউন ঘোষণা করা হয়েছে।

গতকাল বুধবার (১৬ জুন) বিকেলে উপজেলা প্রশাসনের পক্ষথেকে মাইকিং করে এই লকডাউনের কথা জানিয়ে দেওয়া হয়। আগামীকাল সকাল ৬টা থেকে শার্শা ও বেনাপোলে কঠোর লকডাউন শুরু হবে।


 লকডাউনের বিষয়ে শার্শা উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান গুলো সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত খোলা থাকবে। বিকাল ৩টার পর ওষুধের দোকান ছাড়া সকল দোকান বন্ধ থাকবে।

শার্শা উপজেলার সকল চায়ের দোকান বন্ধ রাখতে তাদের হাতে ১ সপ্তাহের খাবার পৌছে দেওয়া হবে। প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হতে না পারে সেজন্য উপজেলা করোনা প্রতিরোধ কমিটি কাজ করবে। মাস্ক পরিধান করে বেচা কেনা করবে ক্রেতা-বিক্রেতারা। করোনা সংক্রমণ হার কমিয়ে আনতে হলে সকলকে সরকারের দেওয়া বিধিনিষেধ মেনে চলতে হবে।

জেলার খবর এর আরও খবর: