সলঙ্গায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :
শীতের মধ্যে সবচেয়ে বেশী কষ্টে আছে ছিন্নমুল,অসহায়,দরিদ্র মানুষ।পৌষের কনকণে শীতে অনেক কষ্টে আছে তারা।তাদের কথা চিন্তা করে শীতবস্ত্র (কম্বল) নিয়ে পাশে দাঁড়ালেন সলঙ্গা থানার ঝাউল গ্রামের "তারুণ্যের পথচলা" সংগঠন।তাই,আজ শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে ঝাউল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অসহায় নারী-পুরুষদের মাঝে ৫০ পিচ কম্বল বিতরণ করা হয়।বিতরণপুর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,সংগঠনের সভাপতি মোহাম্মদ ফরিদুল ইসলাম,উপদেষ্টা সহকারি অধ্যাপক আব্দুল মান্নান,হিসাবরক্ষক হাসান আলী,তৌহিদ হোসেন,শাহাদাত হোসেন,আলী রেজা,আব্দুল লতিফ,
ফরহাদ হোসেন,রাকিব হোসেন,ইসমাঈল হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।