বদরগঞ্জে অভিনব ছিনতাই: চা খাওয়ানোর ছলে শিক্ষককে ঠকিয়ে ব্যাগ নিয়ে চম্পট!

বদরগঞ্জ, প্রতিনিধি
গতকাল সন্ধ্যার ঠিক আগে বদরগঞ্জে এক অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষকের সঙ্গে ঘটে গেল অভিনব এক ছিনতাইয়ের ঘটনা। বদরগঞ্জ সরকারি কলেজের সেই প্রাক্তন শিক্ষক হাঁটতে হাঁটতে বদরগঞ্জ হাসপাতালের সামনে পৌঁছালে, হঠাৎ পিছন থেকে একটি মোটরসাইকেল তার পাশে এসে দাঁড়ায়।
মোটরসাইকেল আরোহী যুবক শিক্ষককে সালাম জানিয়ে ঘনিষ্ঠ ভঙ্গিতে কথাবার্তা শুরু করে। সে নিজেকে স্থানীয় এক প্রয়াত শিক্ষক 'রহমান মাস্টার'-এর ছেলে পরিচয় দেয় এবং বহুদিন পর দেখা হওয়ায় চা খাওয়ানোর আগ্রহ দেখায়। প্রথমে শিক্ষক না করলেও যুবক তাকে এক হাজার টাকার একটি নোট দেয় এবং ভাংতি না থাকায় শিক্ষকের কাছে থাকা খুচরা ৯০০ টাকা নিয়ে নেয়।
পরে সে শিক্ষককে বাইকে তোলার প্রস্তাব দেয় এবং তাঁর ছোট হাতব্যাগটি বাইকের পেছনে বেঁধে নেয়। কিছুদূর গিয়ে সাহাপুর কবরস্থানের বটতলায় পৌঁছে হঠাৎ বাইক থামিয়ে যুবক শিক্ষককে নামতে বলে। শিক্ষক নেমে পড়তেই সে বাইক টান মেরে পালিয়ে যায়।
এ ঘটনায় বদরগঞ্জ এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়রা পুলিশের হস্তক্ষেপ ও ছিনতাইকারীকে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।