কালকিনিতে ৩৪তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন
নিজস্ব প্রতিবেদক:
"মর্যাদাপূর্ণ বার্ধক্য বিশ্বব্যাপী প্রবীণ পরিচর্যা ও সহায়তা ব্যবস্থা শক্তিশালীকরণ" এই প্রতিপাদ্যে মাদারীপুরের কালকিনিতে ৩৪ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে।
সোমবার (০১ অক্টোবর) উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে একটি র্যালী শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রাসেদুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ।
অনুষ্ঠানে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রহমান, সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোস্তফা কামাল, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সন্দীপন মজুমদার, আইসিটি কর্মকর্তা মোঃ আরিফ হোসেনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও এলাকার প্রবীণ নাগরিক সমাজ উপস্থিত ছিলেন।