ডাসারে রাইস মিলে বর্জ্য অব্যবস্থাপনার দায়ে অর্থদণ্ড

 প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ০৮:০৬ অপরাহ্ন   |   প্রশাসন


মোঃ জিয়াউদ্দিন লিয়াকত, নিজস্ব প্রতিবেদক 

মাদারীপুরের ডাসার উপজেলায় রাইস মিলে ধান থেকে চাল উৎপাদন পরবর্তী বর্জ্য ব্যবস্থাপনা সঠিকভাবে না করার দায়ে মিল মালিককে ২০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২০এপ্রিল) বিকেলে উপজেলার বালিগ্রাম ইউনিয়ন ভাংগা ব্রীজ সংলগ্ন "আলিফ অটো রাইস মিল" এ ধান থেকে চাল উৎপাদন পরবর্তী বর্জ্য ব্যবস্থাপনা যথাযথ ভাবে না করার দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ অনুযায়ী এই অর্থদন্ড দেয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ডাসার উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফ-উল আরেফীন। এসময় ডাসার থানা পুলিশের সদস্যগণ উপস্থিত ছিলেন।

প্রশাসন এর আরও খবর: