কক্সবাজার হোটেলে মৃত সেই প্রেমিক সঞ্জয় আজ ভুইয়াগাতীর চিতায় ,,,,,, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
:
একটি ব্যতিক্রম প্রেমের ঘটনা ঘটেছে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ভুইয়াগাতিতে।
ব্যতিক্রম প্রেমের বলি সঞ্জয়ের লাশ ভুইয়াগাতি শ্বশান ঘাটে চিতায় জ্বলছে। আর প্রেমিকা কলেজ ছাত্রী নুপুর প্রেমিক হত্যার দায়ে জেল হাজতে ধুকে ধুকে কান্না করছে। প্রেমিকা নুপুরের এ কান্নার আওয়াজ চিতায় পৌছে দিবে কে ? গত শনিবার ৪ ডিসেম্বর কক্সবাজার শহরের কলাতলী আলম গেট হাউজ নামক আবাসিক হোটেল থেকে সনজয় সরকারের মরদেহ উদ্ধার করা হয়। হোটেল কক্ষে সনজয়ের সাথে নুপুর নামের একজন কলেজ পড়ুয়া মেয়েও ছিল। সনজয় এর সাথে থাকা নুপুর বলেছিল বাথরুমথেকে বের হয়ে আমি সনজয়কে গলায় ওড়না পেছানো অবস্থায় দেখতে পাই। এরপর হোটেল কতৃপক্ষ জেনে পুলিশ কে খবর দিলে পুলিশ সনজয়কে হাসপাতালে নিলে ডা: তাকে মৃত ঘোষনা করেন। এদিকে পুলিশ জানায় এহত্যাকান্ডে সাথে থাকা নুপুর জড়িত ছিল কিনা তদন্ত করা হচ্ছে। সনজয় ও নুপুর স্বামী স্ত্রী পরিচয় দিয়ে হোটেলের ২০৫ নং রুম ভাড়াকরেন ১ ডিসেম্বর বিকেলে। এবং রেজিস্ট্রার খাতায় সিরাজগঞ্জ রায়গঞ্জ উপজেলার ভুইয়াগাতি এলাকার বাসিন্দা উল্লেখ করেন। আজ তার মরদেহ চিতায় দাহ্ করা হচ্ছে।