এতিমদের সন্মানে প্রবাসী সাংবাদিক ফারুক চানের ইফতার আয়োজন

 প্রকাশ: ১৬ মার্চ ২০২৪, ০৭:০১ অপরাহ্ন   |   চট্টগ্রাম



লক্ষীপুর জেলার,সদর  ১২ নং চরশাহী ইউনিয়ন রাম পুর হেমায়েতে  ইসলাম মাদ্রাসা ও এতিম  খানার শতাধীক এতিম শিক্ষার্থীদের সন্মানে প্রবাসী সাংবাদিক ফারুক আহমেদ চাঁন এর উদ্যেগে  ইফতার মাহফিল অনুষ্ঠিত।আজ  শুক্রবার   এ মাহফিলের আয়োজন করা হয়।মাহফিলে দোয়া পরিচালনা করেন  মাদ্রাসা ও এতিম খান প্রধান মাওলানা মামুন সাহেব।সুচনা বক্তব্য  রাখেন সমাজসেবী মো:নাছির উদ্দিন।তিনি ধমীর্য় ও ইসলামী কাজে ফারুক আহমেদ চানের দান ও সহযোগিতার কথা তুলে ধরেন।এসময় বরেন্য আলেম মাওলানা  মাহমুদুল হাসান, শ্রমিক নেতা মো;হোসেন,লোকমান হোসেন সাদেক আহমেদ  সহ স্থানীয় গন্য মান্য বিপুল সংখ্যক  ব্যক্তি বর্গ উপস্থিত  ছিলেন।মাহফিলে সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের  প্রতিষঠাতা সভাপতি ও জনপ্রিয়  এনটিভি প্রতিনিধি প্রধান ফারুক আহমেদ চানের সুস্থতা ও রোগ মুক্তি  কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

চট্টগ্রাম এর আরও খবর: