মেঘনা উপজেলার ২৪ তম প্রতিষ্ঠা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

 প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২১, ০৫:৩১ অপরাহ্ন   |   চট্টগ্রাম


তারেক বাবুল মেঘনা উপজেলা প্রতিনিধি,

গতকাল মেঘনা উপজেলার ২৪ তম দিবস উপলক্ষে,  মেঘনা উপজেলা চত্বরে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মেঘনা উপজেলার চেয়ারম্যান ও মেঘনা উপজেলা বাস্তবায়ন কমিটির মহাসচিব আলহাজ্ব সাইফুল্লাহ মিয়া রতন শিকদারের সভাপতিত্বে ও 


জেলা পরিষদ সদস্য সাবেক ছাত্রনেতা মোহাম্মদ নাসির উদ্দিন শিশির এর সঞ্চালনায়,  


প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেঘনার রুপকার ও মেঘনা উপজেলা বাস্তবায়ন কমিটির সভাপতি মোঃ শফিকুল আলম।


ইতিমধ্যেই মেঘনা উপজেলা বাস্তবায়ন কমিটি থেকে যারা মৃতুবরন করেছেন তাদের স্বরনে শোক প্রস্তাব পেশ করেন, মেঘনা উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এমরান হোসেন আকাশ।

আলোচনা সভা বিকেল ৩.৩০ মিনিটে শুরু হলেও তার পূর্বেই হাজার হাজার মানুষের উপস্থিতিতে  উপজেলা চত্বর কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

মেঘনা উপজেলার শতাধিক বাউল শিল্পি একসাথে দেশাত্ব বোধক ও বাউল সংগীত পরিবেশন করেন।


বিকেল ৩ ঘটিকায় জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতিক সাদা পায়রা উড়িয়ে অনুষ্ঠানে শুভ উদ্ভোধন করা হয়।

অনুষ্ঠানে দল মতের উর্ধে উঠে,  মেঘনা উপজেলার  বিভিন্ন  রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সকল ইউ,পি চেয়ারম্যান,  কলেজ বিশ্ববিদ্যালয়, মাধ্যমিক, প্রাইমারি স্কুলের শিক্ষক বৃন্দ, সুশিল সমাজ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবি, কলামিষ্ট, সাহিত্যিক, ব্যবসায়ী সহ সকল পেশার লোকের সমাগম ঘঠে।


সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,

★ বীর মুক্তিযোদ্ধা আবদুল গাফফার হাউদ

★ বীর মুক্তিযোদ্ধা আ স ম শিবলি রেজা।

★ সাবেক উপ সচিব মনিরুল ইসলাম

★ বীর মুক্তিযোদ্ধা  ইঞ্জিনিয়ার এ কে এম শহীদুল্লাহ


সম্মানিত অথিতি হিসেব উপস্থিত হয়ে অনুষ্ঠান কে সৌন্দর্য মন্ডিত করেন


★ বীর মুক্তিযোদ্ধা আবদুল মতিন

★ সাহিত্যিক ও কলামিষ্ট এ্যাডভোকেট জয়নাল আবেদিন।

★ ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সিইও মোঃ নুরুজ্জামান

★ সহকারি এটর্নি জেনারেল নাজমা আফরিন সুমনা

★ মোঃ মোস্তাফিজুর রহমান

★ ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম

★ মোঃ জহিরুল ইসলাম খন্দকার

★ ডাঃ জহিরুল ইসলাম

★ মোঃ জহিরুল ইসলাম

★ নাজিম উদ্দিন ভূইয়া

★  ডঃ মফিজ উদ্দিন

★সাবেক ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম তাজ 

★ ভাইস চেয়ারম্যান মিলন সরকার

★ ভাইস চেয়ারম্যান দিলারা শিরিন


সমাবেশে বক্তার মেঘনার সঠিক ইতিহাস তুলে ধরেন এবং ভবিষৎ মেঘনার জন্য তা সংরক্ষনের প্রস্তাব করেন।

সর্বশেষ কেক কাটা  ও সম্মাননা প্রধানের মধ্যে দিয়ে সভার পরিসমাপ্তি ঘঠে।

চট্টগ্রাম এর আরও খবর: