ছাত্রদল নেতা পারভেজ হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে গুইমারা উপজেলা ছাত্রদলের মানববন্ধন

মোঃ মুবিনুল ইসলাম, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:
বেসরকারী বিশ্ববিদ্যালয় প্রাইম ইউনিভার্সিটির ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজকে তুচ্ছ ঘটনার জেরে হত্যা করায় হত্যাকারীদের দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানব বন্ধন করেছে গুইমারা উপজেলা ছাত্রদল।
সোমবার সকাল ১১ ঘটিকার সময় গুইমারা উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে গুইমারা উপজেলা ছাত্রদলের আহব্বায়ক মোঃ পারভেজ হোসেন এর সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে গুইমারা উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ এস এম মিলন,দপ্তর সম্পাদক পিন্টু ডালি, মহিলা দলের সভাপতি ও সহ-সভাপতি এবং মৎস্য জীবী দলের সাধারণ সম্পাদক মোঃ মুবিনুল ইসলাম, ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক দিদারুল হৃদয়, মাসুদুর রহমান সহ উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে গুইমারা উপজেলা ছাত্র দলের আহবায়ক মোঃ পারভেজ হোসেন এবং সদস্য সচিব আল মামুন বক্তব্য প্রদান করেন। বক্তরা পারভেজের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনের ব্যানারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীরা দেশকে অস্থিতিশীল করার লক্ষে এমন হত্যাকান্ড ঘটাচ্ছে বলেও মন্তব্য করেন। আর কোন মায়ের বুক খালি না হয় সে লক্ষ্যে সবাইকে একতাবদ্ধভাবে সম্পৃতির বাংলাদেশ গড়ে তোলার আহব্বান করেন।