সিন্দুকছড়ি জোন কর্তৃক সেনাবাহিনীর মাসিক মতবিনিময় সভা অনুষ্টিত

 প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ১০:৩৯ অপরাহ্ন   |   অপরাধ ও আইন


মোঃ মুবিনুল ইসলাম, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:

খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোন কর্তৃক বাংলাদেশ সেনাবাহিনীর ২০ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।

২১ এপ্রিল সোমবার সকাল ১১টার সময় পাহাড়ের শান্তি, শৃঙ্খলা নিরাপত্তার বিষয়ে আলোচনা শুরু কালে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিন্দুকছড়ি জোন কমান্ডার লেঃ কর্ণেল ইসমাইল সামস আজিজি।


এসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,

মানিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আফরোজ ভূঁইয়া, গুয়ামারা থানার এসআই শিবব্রত দাস, মানিকছড়ি থানার তদন্ত কর্মকর্তা মোঃ আল আমিন গুইমারা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী ডালিমসহ আরো অনেক, হ্যাডম্যান, কারবারি, মেম্বার গণ্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এ সভায় উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা সামাজিক উন্নয়ন প্রসঙ্গে আলোচনায় সড়ক দুর্ঘটনা, অবৈধ টাকা উত্তোলন, বালু উত্তোলন,পাহাড় কাটা, অবৈধ কাঠ পাচার, বাজারের নিয়ম শৃঙ্খলা, মাদকদ্রব্য, চোরাচালান, খুনঘুম অপহরণ, মানবাধিকার লংঘন, সন্ত্রাস নির্মূল ও শিক্ষা সহ নানান বিষয় তুলে ধরেন।

অপরাধ ও আইন এর আরও খবর: