মোড়েলগঞ্জে ইউপি সদস্যর বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
স্টপ রিপোর্টারঃ মোঃপলাশ হাওলাদার হাছিব।
বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলায় এক ইউপি সদস্যের বসত ঘর সংলগ্ন কাঠের ঘরে গভীর রাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা । এ ঘটনায় ইউপি সদস্য দিপক কুমার মাঝি গতকাল মোরেলগঞ্জ থানায় অভিযোগ দায়ের হয়েছে। হোগলাপাশা ইউনিয়নের বড় হরিপুর গ্রামে ৬নং ওয়ার্ডের ইউপি
সদস্য দিপক কুমার মাঝি দায়েরকৃত অভিযোগে উল্লেখ করেন পূর্ব শত্রুতার জের ধরে গত ২৬ মার্চ রাত ২টার দিকে তার বসতঘর সংলগ্ন কাঠের ঘরে আগুন জ্বলতে দেখে জাতীয় সেবা ৯৯৯ এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে বিষয়টি দেখতে পায়।
ইউপি সদস্য দিপক কুমার মাঝির ডাকচিৎকারে স্থানীয়রা ছুটে এসে
আগুন নিভানোর চেষ্টা করে ততক্ষনে বসত ঘর সংলগ্ন কাঠের ঘরটি সম্পন্ন পুড়ে যায়। পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনাটি ঘটানো হতে
পারে বলে দিপক মাঝি জানান। এ ঘটনার পূর্বে পূর্বশত্রুতার জের ধরে মারপিট খুন, জখম, জানমালের ক্ষতির আশংকায় ইউপি সদস্য দিপক মাঝি বাদি হয়ে ২৫ মার্চ
মোরেলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রী (১২৫৫ নং) করেন। বর্তমানে পরিবারটি আতঙ্কে দিনাতিপাত করছে বলে তাদের দাবী। এ বিষয়ে
মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ শাহজাহান আহম্মেদ জানান
অভিযোগটি তদন্তধীন রয়েছে। তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ
করা হবে।