শান্তিপুরে পুকুরে বিষ দিয়ে মাছ নিধন, এ কেমন শত্রুতা!

 প্রকাশ: ৩১ মার্চ ২০২২, ১১:২৫ অপরাহ্ন   |   অপরাধ



মোঃ আরিফুল ইসলাম,খাগড়াছড়ি প্রতিনিধিঃ


মাটিরাঙ্গা উপজেলার শান্তিপুরে একটি পুকুরে রাতের আঁধারে বিষ প্রয়োগ করে ৮০ হাজার টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা।



বুধবার (৩০ মার্চ) গভীর রাতে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার গোমতী ইউনিয়নের দক্ষিণ শান্তিপুর এলাকায় তরুণ প্রজন্মের মৎস জীবী প্রবাসী মোঃ আলীর ছেলে মোঃ আব্দুর রাজ্জাকের পুকুরে এ ঘটনা ঘটে।


বিষ প্রয়োগের ফলে পুকুরে প্রায় ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানান আব্দুর রাজ্জাক তবে পোনা এবং পুঁটি মাছ মরে ভেসে উঠে পঁচে গিয়েছে আর খাওয়ার উপযোগী সব মাছ দুর্বৃত্তরা রাতেই ধরে নিয়ে গেছে এখন পানি পুকুর ছাড়া আর কিছুই রইলোনা এ কেমন শত্রুতা মাছগুলোর অপরাধ কি ছিলো।


আব্দুর রাজ্জাক আরো জানান,প্রায় ১ একর জায়গার উপর পুকুর খনন করে আমি কয়েক বছর ধরে মাছ চাষ করছি।

এবার পুকুরে

রুই,কাতলা,তেলাপিয়া,কারপো,ঘাসকাপ,ব্রিগেড,পুঁটিসহ দেশীয় বিভিন্ন জাতের মাছ চাষ করেছি। এতে আমার প্রায় ১ লক্ষ টাকা টাকা খরচ হয়েছে তারমধ্যে ২০ হাজার টাকার মাছ বিক্রি করেছি একবার।আর বাকীমাছগুলো কিছু দিনের মধ্যেই বাজারে বিক্রির উপযোগী হয়ে উঠতো।এ ঘটনায় থানা পুলিশ এবং গোমতী ইউপি চেয়ারম্যান কে অবগত করা হবে বলে জানান তিনি।

অপরাধ এর আরও খবর: