কালকিনিতে সাবেক চেয়ারম্যানের বাড়ী থেকে চাপাতি উদ্ধার
স্টাফ রিপোর্টারঃ শেখ লিয়াকত আহম্মেদ
মাদারীপুরের কালকিনি আলীনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যানের বাড়ী থেকে কার্টন ভর্তি চাপাতি উদ্ধার করেছে পুলিশ।
আজ (২ এপ্রিল) দুপুরে আলীনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যানের হাফিজুর রহমান ওরফে মিলন সরদারের পরিত্যক্ত বাড়ী থেকে ১৭ টি নতুন চাপাতি উদ্ধার করে কালকিনি থানা পুলিশ।
চাপাতিগুলো কার্টুনে ফাসিয়াতলার মোল্লা হার্ডওয়ার নামে স্টিকার লাগানো অবস্থায় পাওয়া গেছে। এ ব্যপারে মোল্লা হার্ডওয়ারের সত্ত্বাধীকারী সোহরাফ মোল্লা জানান, আমি হার্ডওয়ার ও স্যানিটারী ব্যবসা করি। এই চাপাতি সঙ্গে আমার ব্যবসার কোন সম্পর্ক নেই।
গত ২৬ ফেব্রুয়ারী আলীনগর ইউনিয়নে এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কৃষক লীগ নেতা মানিক সরদারকে (৪০) কুপিয়ে হত্যার মামলায় সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান ওরফে মিলন সরদারসহ ১৭ জনকে আসামি করে মামলা করা হয়। এই হত্যা মামলায় মিলন সরদার জেল হাজতে রয়েছে।
কালকিনি থানার অফিসার ইনচার্জ ইসতিয়াক আসফাক রাসেল জানান, আলীনগর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান ওরফে মিলন সরদারের বাড়ীতে কার্টন ভর্তি চাপাতি পড়ে আছে এমন খবর পেয়ে ঐ বাড়ী থেকে পরিত্যক্ত অবস্থায় ১৭টি চাপাতি উদ্ধার করে পুলিশ।