মাদারীপুর রাজৈর সুতারকান্দি গ্রামে বন্যার ভয়াবহতায় ব্যাপক ক্ষয়ক্ষতি।

 প্রকাশ: ২৬ জুলাই ২০২০, ১১:৩৪ পূর্বাহ্ন   |   ঢাকা


রাজৈর থানা প্রতিনিধি মোহাম্মদ রিয়াজ।

রাজৈর থানা বাজিতপুর ইউনিয়ন সুতারকান্দি গ্রামের বন্যার ভয়াবহতা ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে এখানকার কৃষকেরা।

মাদারীপুর জেলায় সবচাইতে কৃষিখাতে সফলভাবে চাষবাস করে আসছে এই সুতারকান্দি গ্রাম। অর্থনৈতিক ফসল হিসাবে এই সুতারকান্দি গ্রামে প্রধান চাষের মাধ্যম হচ্ছে আখ চাষ একটি অন্যতম অর্থনৈতিক ফসল হিসেবে দাঁড়িয়েছে।১৯৯৮ সালের পর এরকম ভয়াবহ বন্যার কবলে পড়েনি গ্রামটি ।


 কিন্তু ভয়াবহ বন্যায় পুরো গ্রামে প্রায় ১০০ বিঘার উপরে থাকা জমির আখ পানিতে বিলীন হয়ে গিয়েছে।২০০ বিঘার উপরে ধান বন্যার কবলে পড়ে নষ্ট হয়ে গিয়েছে। প্রায় কয়েক'শ পরিবার এই অর্থনৈতিক চাপে পড়ে অনেক দুর্ভিক্ষ মধ্যে জীবনযাপন করছে।

বন্যা এতই ভয়াবহ রূপ ধারণ করেছে যে রাস্তাঘাট বন্যার পানিতে বিলীন হয়ে গিয়েছে , ঘরবাড়ি থেকে অনেকেই বের হতে পারছেনা।অনেক ঘর বন্যার পানিতে ডুবে গিয়েছে । কৃষকদের দাবি প্রায় ২কোটি টাকার ফসলের ক্ষতি হয়েছে ।

 এই দুর্যোগে অবস্থায় তাই এখানকার কৃষকদের দাবি

 সরকার যেন তাদের ক্ষতির হাত থেকে কিছুটা সাহায্যের মাধ্যমে তাদের রক্ষা করে। এমনটাই দাবি করেছেন এখানকার কৃষকরা।

ঢাকা এর আরও খবর: