শত্রুতা: মোরেলগঞ্জে গর্ভবতি গভীর ৪টি পা কেটে নিয়ে গেছে দুবৃৃত্তরা!।

 প্রকাশ: ২৭ জুলাই ২০২০, ০৫:০৬ অপরাহ্ন   |   ঢাকা


মোরেলগঞ্জ প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জে একটি গরুর চারটি পা কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে বড়পরি গ্রামে। আজ রবিবার ভোরে দরিদ্র কৃষক মন্নান হাওলাদার গোয়াল ঘরে গিয়ে দেখেন একটি গরু নেই। পরে প্রায় ১ কিলোমিটার দূরে হোসেন আলী হাওলাদারের বাড়ির কাছে পান গরুটির মাথা ও শরীরের কিছু অংশ। 


এ বিষয়ে কৃষক মান্নান হাওলাদার বলেন, পূর্ব শত্রæতার কারনে রাতে তার গর্ভবতী গরুটি গোয়ালঘর থেকে নিয়ে পা ৪টি কেটে নিয়ে গেছে। মাথা ও লেজ বিচ্ছিন্ন করে ফেলে রেখে গেছে। এতে তার কমপক্ষে ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় আজ দুপুরে থানায় অভিযোগ দায়ের করেছেন ওই কৃষক। 


এ বিষয়ে থানার ওসি কেএম আজিজুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। অভিযোগের আলোকে বিষয়টির অনুসন্ধান চলছে।

ঢাকা এর আরও খবর: