ফরিদপুর মেডিকেল কলেজের সামনে আবর্জনার লকডাইন।

মোঃ আলমগীর হোসেন
ফরিদপুর জেলা প্রতিনিধি ঃ
সংবাদের উল্লেখিত চিত্রটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনের চিত্র।যেখানে এই জেলাসহ বিভিন্ন জেলার হাজার হাজার মানুষ আসে সেবা গ্রহণের জন্য। যে প্রতিষ্ঠানের চিকিৎসা সেবার মানও দিন দিন বৃদ্ধি পাচ্ছে কিন্তু তার প্রবেশপথের এই চিত্র অনেকটাই কল্পনার বাইরে।
কি চমৎকার পরিবেশ তাই না ?
এই জেলায় সব চেয়ার আছে, সেখানে মস্ত বড় বড় এ্যাওয়ার্ড পাওয়া লোকও বসেন, ভ্রাম্যমাণ --- চলে নিয়মিত। কিন্তুু তাদের হয়তো এই বিষয়টি নজরে আসেনি।
তবে ফরিদপুরের মাননীয় জেলা প্রশাসক এই জেলার সকল ক্ষেত্রে যে অসামান্য অবদান রেখে চলেছেন তা বলা বাহুল্য। তিনি বিষয়টি অবগত থাকলে হয়তো এই চিত্র কাউকে দেখতে হতো না।
যদিও আলোচিত বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ চাইলেই এই আবর্জনা গুলো অপসারণ করে সুন্দর পরিবেশ নিশ্চিত করতে পারে।কিন্তু এই দীর্ঘদিনেও এই বিষয়ে হাসপাতাল কতৃপক্ষের দেখার কেউ নেই।
একজন সাধারণ নাগরিক হিসাবে মাননীয় জেলা প্রশাসকের নিকট অতি দ্রুত এর প্রতিকার এবং সংশ্লিষ্ট ব্যাক্তিদের উপযুক্ত পুরস্কার প্রদান এর অনুরোধ জানান এলাকার সচেতন নাগরিক মহল।