মাওয়ায় চালু হয়ে গেলো বাংলাদেশের সবচেয়ে বড় রেস্টুরেন্ট।

স্টাফ রিপোর্টার,আউয়াল ফকির
আমাদের অনেকেরই মাওয়া ঘাটে যাওয়া হয়ে থাকে পদ্মার তাজা ইলিশ খেতে। কিন্তু ভাবুন তো যদি এমন হয় মাওয়া ঘাট যাওয়ার পথেই আপনি একটি রেস্টুরেন্ট দেখতে পান যেটি কিনা নিজেই দেখতে ইলিশ মাছের মত!
হ্যা মাওয়ার শিমুলিয়া ঘাটের কাছাকাছি গেলে এখন এমন কিছুই তাক লাগাবে আপনাকে!
রেস্টুরেন্টটি দেখতে যতটা সুন্দর তার বাহির থেকে ভিতরে গেলে আরো অবাক হতে বাধ্য কেননা বিশাল এই রেস্টুরেন্টের ভিতরের নকশাও নজর কাড়বেই।
প্রজেক্ট হিলশার মূল আকর্ষন হচ্ছে পদ্মার তাজা ইলিশ যা এখানে কেজি হিসেবে বিক্রি করা হচ্ছিলো আর এছাড়াও একা খেতে চাইলেও এক অর্ডারে দুই পিস করে নিতে হবে।
শুধু ইলিশ ছাড়াও পাওয়া যাচ্ছিলো বাংলা,থাই আর ইন্ডিয়ান খাবার গুলো আর কাবাব তো থাকছেই।