গাজীপুর টঙ্গী অভিযানে ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-৩

গাজীপুর জেলা রিপোর্টারঃ
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পূর্ব থানার অভিযানে ১০ কেজি গাঁজা সহ টঈী পূর্ব থানাধীন শিলমোন এলাকা থেকে ০৩ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন সোহাগ মিয়া (২৫), পিতাঃ আবু জাহের, গ্রামঃ মোহনপুর, পোস্টঃধর্মঘর থানাঃমাধবপুর জেলা হবিগঞ্জ।আল ইমরান জুবায়ের, (১৮) পিতাঃ সাইদুর রহমান, সাং জহির মার্কেট কশাই বাড়ি, দত্তপাড়া, টঙ্গী পূর্ব থানা, গাজীপুর মোঃ রোমান (৩০) পিতাঃ হাবিবুর রহমান, গ্রামঃ আলীনগর থানা মাধবপুর, জেলা হবিগঞ্জ।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সদস্যগণ দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন মাদকের বিরুদ্ধে এবং এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান।।