লালপুরে অটো ও মহিষের গাড়ির সংঘর্ষে নিহত-১, আহত -৩
লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের লালপুরে ব্যাটারী চালিত অটো ও মহিষের গাড়ির মধ্য সংঘর্ষে অটোর যাত্রী সাদ্দাম হোসেন (৩০) এক যুবক নিহত হয়েছে, এবং অপর তিন যাত্রী আহত হয়েছে। নিহত সাদ্দাম হোসেন উপজেলার ইসলামপুর গ্রামের মৃত মহসিন আলী ছেলে।
সোমবার সন্ধা রাতের দিকে উপজেলার গোপালপুর-বনপাড়া সড়কের ভূইয়াপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, সাদ্দাম হোসেন সহ অন্যরা গোপালপুর বাজার থেকে অটো চার্জার ভ্যানে করে বাড়ি ফেরার পথে ভূইয়াপাড়া নামক স্থানে পৌছালে অটো চার্জার ভানটি মহিষের গাড়ির সাথে ধাক্কা লেগে উল্টে যায়। এতে অটোতে থাকা যাত্রীরা রাস্তার উপর সিটকে পড়ে মারাত্মকভাবে আহত হয়। এসময় স্থানীয় লোকজন আহত সাদ্দাম হোসেন কে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। বাকি তিন জনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোনোয়ারুজ্জামান জানান, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় নিহত সাদ্দাম হোসেনর পরিবারের কাছে তার লাশ হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার সকালে ইসলামপুর গ্রামে তার জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।