ব্যতিক্রম ভাবে ভালোবাসা দিবস উদযাপন করলো উৎস সোশ্যাল অর্গানাইজেশনের

 প্রকাশ: ১৫ ফেব্রুয়ারী ২০২৩, ০১:০৯ অপরাহ্ন   |   জেলার খবর


প্রতিবেদকঃ টিপু সুলতান, 

এই স্বেচ্ছাসেবী সংগঠনটি ধারাবাহিক ভাবে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। তাদের লক্ষ্য কয়েকটি সেক্টর নিয়ে কাজ  করা। বিশেষ করে  শিক্ষা, কর্মসংস্থান নিয়ে কাজ করে। এই সংগঠনটি আশার আলো নামে একটি কর্মসংস্থান প্রোজেক্ট চালু করছে। 


বিশ্ব ভালোবাসা দিবসে ভিন্ন কার্যক্রম করলো উৎস সোস্যাল অর্গানাইজেশন। আশার আলো দ্বিতীয় সফলতা বাস্তবয়ানের মাধ্যমে। এই সংগঠনটি একটি অসহায় পরিবারের মুখে হাসি ফুটালে আশার আলো স্টোর উপহার দিয়ে।


তথ্যসূত্র মতে জন্মের কয়েকমাস পরে শফিকুল ইসলাম (৪৯) অসুস্থ হয়ে প্রতিবন্ধীত্ব বরণ করে। বর্তমানে তার ৪ সদস্যের সংসারে ২ টি মেয়েকে নিয়ে বহু কষ্টে দিন পার করতেছে। ছোট একটা দোকান কিন্তু পুজির অভাবে দোকানের মালামাল পর্যাপ্ত তুলতে পারে না। 


এই অসহায় পরিবারের কথা উৎস সোশ্যাল অর্গানাইজেশন কাছে একজন তুলে ধরে। তারপর উৎস সোশ্যাল অর্গানাইজেশন থেকে তার জন্য কিছু করার উদ্যোগ গ্রহণ করেন। তারা উদ্যোগ অনুযায়ী সেই পরিবারে দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। টাকার অভাবে শরিফুল ইসলাম দোকানে মালামাল উঠাতে পারে নি। তাই এই সংগঠনটি দোকানে পর্যাপ্ত পরিমাণে মালামাল উঠিয়ে দেয়। জানো এই দোকানটা চালিয়ে সে স্বাবলম্বী হতে পারে। সে পরিবার নিয়ে সুন্দর ভাবে বেচে থাকতে পারে। 


এই ভালো মহৎ কাজের মাধ্যমে এই সংগঠনটি আহবান জানিয়েছে।আসুন আমরা সকলে মিলে এই সমাজের এসব পরিবারের পাশে দাঁড়াই। তাদের সুন্দর ভাবে বেঁচে থাকার একটা অবলম্বন তৈরি করে দেই। আসুন এভাবে আমরা ভালোবাসা প্রকাশ করি, বিশ্ব ভালোবাসা দিবস উদযাপন করি।


ভালোবাসা জয় হোক পৃথিবীটা মানুষের হোক। এই সংগঠনটির মত আরো সংগঠন আমাদের সমাজে দরকার।  আলোচিত বার্তার পক্ষ থেকে এই সংগঠনটিকে ধন্যবাদ। এভাবে আপনারা নিয়মিত মানুষের কল্যাণে কাজ করে যাবেন এই আশা করি।

জেলার খবর এর আরও খবর: