সোনাইমুড়ীতে মাটি কাটা নিয়ে বিরোধের জেরে সন্ত্রাসী হামলায় আহত-৩
মোরশেদ আলম, নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সোনাইমুড়ীতে নাল জমি থেকে জোরপূর্বক মাটি কাটাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
গত রবিবার বিকেল ৪টার দিকে সোনাইমুড়ী উপজেলার মকিল্লা আমিন উদ্দিন ভুঁইয়া বাড়িতে এ ঘটনা ঘটে।
এ নিয়ে সোনাইমুড়ী থানায় ভুক্তভোগী আবু সায়েদ বাদী হয়ে আমিন উদ্দিন ভুঁইয়া বাড়ির শাহ আলমের ছেলে শিপন (২৮),শাহ আলম (৫২),রোকেয়া বেগম (৪২)সহ অজ্ঞাত চার-পাঁচজনকে অভিযুক্ত করে সোনাইমুড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযুক্ত ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, অভিযুক্তদের সাথে দীর্ঘদিন ধরে ভুক্তভোগীদের সাথে সম্পত্তি ও পারিবারিক বিরোধ চলে আসছিল। গত রবিবার বিকেলে ভুক্তভোগী আবু সায়েদের নালা জমি থেকে জোর পূর্বক মাটি কেটে নিচ্ছিল শাহ আলম। ঘটনাস্থলে শফিক উল্লাহ বাঁধা দিলে শাহ আলমের ছেলে শিপন সঙ্গীয় দলবল নিয়ে তার উপর দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে শফিক উল্লাহ (৫৪),আবু সায়েদ (৫২)সহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করায়। চিকিৎসাধীন অবস্থায় দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ভুক্তভোগীরা।