কালকিনিতে কৃষককে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ

 প্রকাশ: ২১ ফেব্রুয়ারী ২০২৩, ০৪:৫৪ অপরাহ্ন   |   জেলার খবর


নিজস্ব প্রতিনিধি

মাদারীপুরের কালকিনিতে বারবার মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ জানিয়েছেন এক ভুক্তভোগী কৃষক।

গতকাল উপজেলার উত্তর রমজানপুর ইউনিয়নের আঃ আজিজ মোল্লার ছেলে আবু সায়েদ ঠুন্ডু মোল্লা সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন।

ঠুন্ডু মোল্লা জানান, উত্তর রমজানপুর ইউনিয়নের জালাল বেপারীর স্ত্রী লিপি বেগম তাকে এবং তার ছেলে রাজীব মোল্লা ও স্বাধীন মোল্লা এবং স্ত্রী সুখী বেগমকে গত ৫ অক্টোবর'২০২২ ইং তাদের পরিবারকে হয়রানি করার উদ্দেশ্যে ধারা-২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন ৪৪৭, ৪৪৮, ৩২৫, ৩২৬, ৩০৬, ৩০৭ ও ৫০৬ ধারায় মামলা করেন। যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।

এছাড়া তিনি আরো বলেন, বাড়ির পাশে আমার নিজের জমিতে আমি নিজে লাউ গাছের চাষ করি, রাতের আঁধারে কে বা কারা আমার লাউ গাছ কেটে ফেলে। সেই লাউ গাছ এবং জমি লিপি বেগম নিজের বলে দাবি করে বিভিন্ন গণমাধ্যমে প্রচার করে। 

আমাকে নারী ও শিশু নির্যাতন আইনে মিথ্যা মামলা দিয়ে ও নিজের জমি তার বলে দাবি করা সহ আমাকে নানাভাবে হয়রানি করছেন এই লিপি বেগম। এই হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ জানান তিনি। 

এ বিষয়ে জানতে চাইলে লিপি বেগম বলেন, ঠান্ডু মোল্লার বিরুদ্ধে আমি নারী নির্যাতের মামলা দিয়েছি এটা সঠিক কিন্তু আমরা তার থেকে  জমি বর্গা নিয়ে চাষ করে আসছি কিন্তু কোন কাগজপত্র নেই বলে জানান তিনি।

জেলার খবর এর আরও খবর: