আওয়ামীলীগের নেতার জানাজায় ড. আবদুস সোবহান গোলাপ, এমপি

 প্রকাশ: ২৪ ফেব্রুয়ারী ২০২৩, ০৬:৩৭ অপরাহ্ন   |   জেলার খবর


নিজস্ব প্রতিবেদকঃ শেখ লিয়াকত আহমেদ 

মাদারীপুরের কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মোসলেম উদ্দিন সরদার বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করিয়াছেন।

গতকাল (২৩ ফেব্রুয়ারী) রাত ১১টা ৩০মিনিটে তিনি তার নিজ বাড়ীতে ইন্তেকাল করেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৯৫ বছর।

আজ বাদ জুম্মা স্থানীয় কলেজ মাঠে জানাজার নামাজ শেষে তার পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।

জানাজায় অংশগ্রহণ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা ডক্টর আব্দুস সোবহান গোলাপ মিয়া।

এছাড়াও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে তার বাড়ী যান নারী আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা তাহমিনা বেগম।

এছাড়াও জানাজায় অংশগ্রহণ করেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আওলাদ হোসেন মাস্টার, উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, পৌর মেয়র এস এম হানিফ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার মোঃ লোকমান হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি মনিরুজ্জামান হাওলাদার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন 

মৃত্যুর সময় তিনি ৩ ছেলে ও ১ মেয়ে, আত্মীয়-স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছে।


জেলার খবর এর আরও খবর: