আন্ডারচর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

 প্রকাশ: ১৭ মার্চ ২০২৩, ০৮:৩৫ অপরাহ্ন   |   জেলার খবর



নিজস্ব প্রতিনিধিঃ শেখ লিয়াকত আহমেদ 

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আন্ডারচর উচ্চ বিদ্যালয় ও আন্ডারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গতকাল স্কুল মাঠে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন স্বাধীনতা পদপ্রাপ্ত প্রফেসর আসাদুজ্জামান। 

দু'দিনব্যাপী অনুষ্ঠানে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আসাদুজ্জামান জামাল মোল্লার সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সাহেবরামপুর ইউনিয়নের চেয়ারম্যান মাহাবুবুর রহমান মুরাদ, প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ মোল্লা, সাবেক সহকারী প্রধান শিক্ষক আবুল খায়ের, সাহেবরামপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সিদ্দিকুর রহমান সবুজ সহ অন্যান্যরা।

অনুষ্ঠানে সার্বিক পৃষ্ঠপোষকতা করেন ম্যানেজিং কমিটির দাতা সদস্য ও রাজ ম্যাট্রেস ও ফার্নিচারের ব্যবস্থাপনা পরিচালক কামরুজ্জামান কামাল।

অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। 


জেলার খবর এর আরও খবর: