সড়াতৈল মুসলিম উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সড়াতৈল মুসলিম উচ্চ বিদ্যালয়ের এসএসসি -২০২৩ পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ মার্চ) সকাল ১০ টায় বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে প্রধান শিক্ষক আব্দুল মান্নান তালুকদারের সভাপতিত্বে সম্মানিত অতিথিবৃন্দ বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা শিক্ষা অফিসার আব্দুল করিম, সুপার মোস্তাফিজুর রহমান,সাবেক শিক্ষক আনসার আলী, মীর জহুরুল ইসলাম বাদল,বিদায়ী ছাত্র-ছাত্রীদের মধ্যে সাকিবা সুলতানা এ্যানি,মাহবুব হোসেন, অভিভাবকসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। শেষে বিদায়ী ছাত্র-ছাত্রীদের মঙ্গল কামনা করে দোয়া ও মিষ্টি বিতরণ করা হয়।