মনোনয়নপত্র কিনলেন সাবেক ডেপুটি কমান্ডার আঃ মালেক

 প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৩, ০৫:১৬ পূর্বাহ্ন   |   জেলার খবর


নিজস্ব প্রতিবেদকঃ শেখ লিয়াকত আহমেদ 

আসন্ন মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিল নির্বাচন উপলক্ষে মাদারীপুরের কালকিনি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করলেন সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক হাওলাদার। 

 বুধবার (৫ এপ্রিল) সকালে তার সমর্থকদের সঙ্গে নিয়ে উৎসব মূখর পরিবেশের মধ্যেদিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও রিটানিং অফিসার পিংকি সাহার অফিস কার্যালয় থেকে তিনি এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও রিটানিং অফিসার পিংকি সাহা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, বীর মুক্তিযোদ্ধা মো. মজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ, বীর মুক্তিযোদ্ধা এসকান্দার আলী, বীর মুক্তিযোদ্ধা আলমগীর হাওলাদার ও আব্দুল হান্নান। 

উল্লেখ্য এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ২৮৯জন। এবং আগামী ২০মে নির্বাচন অনুষ্ঠিত হবে।

জেলার খবর এর আরও খবর: