কালকিনিতে মহিলা আ.লীগের উদ্যোগে বঙ্গমাতার ৯৩তম জন্মবার্ষিকী পালন

 প্রকাশ: ০৯ অগাস্ট ২০২৩, ১১:৩০ পূর্বাহ্ন   |   জেলার খবর




নিজস্ব প্রতিনিধিঃ শেখ লিয়াকত আহমেদ 

"সংগ্রাম স্বাধীনতা, প্রেরণায় বঙ্গমাতা" এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরে কালকিনিতে বঙ্গমাতা ফজিলাতুননেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 মঙ্গলবার (৮ আগস্ট) বিকেলে উপজেলা ও পৌর মহিলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয় এ সভার আয়োজন করা হয়। 

উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি চায়না খানমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কোহিনূর সুলতানার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অধ্যাপিকা তাহমিনা বেগম। 

এ সময়ে বিশেষ অতিথি হিসাবে  উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ লোকমান সরদার, 

পৌর মেয়র এস এম হানিফ, পৌর আওয়ামী লীগের সভাপতি আ্যডভোকেট আবুল বাসার, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বেল্লাল হোসেন, আওয়ামী লীগ নেতা লুৎফর সরদার, এ্যাডভোকেট শারমিন জাহান হেলেনা, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি শিবলী বাসার, সাধারণ সম্পাদক ডলি রহমানসহ উপজেলা ও পৌর আওয়ামী লীগের মহিলা নেতৃবৃন্দ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


জেলার খবর এর আরও খবর: