দেনার চাপ সইতে না পেরে দিনমজুরের আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদকঃ
বিভিন্ন এনজিওর কিস্তি ও স্থানীয়দের দেনার চাপ সইতে না পেরে কীটনাশক পান করে আত্মহত্যা করেছে প্রতাব শিকদার (৩৮) নামের এক দিনমজুর। এমন অভিযোগ জানিয়েছে ভুক্তভোগীর স্বজনেরা।
আজ (২১আগস্ট) দুপুরে ঘরে থাকা কীটনাশক পান করে সে। পরে মুমূর্ষু অবস্থায় স্বজনরা কালকিনিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বিভিন্ন পরীক্ষা-নিরিক্ষা করে তাকে মৃত ঘোষণা করে।
নিহত প্রতাব শিকদার বরিশালের গৌরনদী উপজেলা খাঞ্জাপুর ইউনিয়নের বাকাই গ্রামের মৃত প্রফুল্ল শিকদারের ছেলে।
নিহত প্রতাব শিকদারের স্ত্রী ববিতা মন্ডল জানান, আমাদের অভাব অনটনের সংসার। সংসার চালাতে গিয়ে বিভিন্ন এনজিও ও স্থানীয়দের থেকে অনেক টাকার ঋণে জর্জরিত ছিল সে। কিস্তির জন্য তারা চাপ প্রয়োগ করে আসছিলো। এ জন্য হয়তো সে কীটনাশক পান করতে পারে। আমার এক বছরের একটি ছেলে তার কি হবে, সে তো এতিম হয়ে গেলো।
প্রতাব শিকদারের শ্যালোক সুকন্ঠ মন্ডল জানান, ঋণে জর্জরিত ছিল সে। আমিও অনেক সময় টাকা দিয়ে সহায়তা করেছি, পারিবারিক কোন কলহ ছিল না।
খবর পেয়ে কালকিনি থানার উপ-পরিদর্শক (এসআই) ফয়সাল হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরী করে মাদারীপুর মর্গে পাঠায়। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হবে বলে জানান তিনি।