কালকিনিতে প্রকল্প অবহিতকরণ ও সমিতি গঠন সভা অনুষ্ঠিত

 প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৩৭ অপরাহ্ন   |   জেলার খবর


শেখ লিয়াকত আহমেদ, নিজস্ব প্রতিবেদক।

মাদারীপুরের কালকিনিতে পার্টনারশীপ ইন ব্র্যাক ব্যাংক-ডিএই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় প্রকল্প অবহিতকরণ ও সমিতি গঠনের সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (৬সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে ও ব্র্যাক ব্যাংকের সহযোগিতায় উপজেলা রমজানপুর ইউনিয়নের চর পালরদী গ্রামে কৃষক-কৃষাণীদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকার খামারবাড়ির পরিকল্পনা বাস্তবায়ন ও আইসিটি উইং এর অতিরিক্ত পরিচালক, ড. ফ ম মাহবুবুর রহমান। 

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন পার্টনারশীপ ইন ব্র্যাক ব্যাংক-ডিএই কৃষি উন্নয়ন প্রকল্পের ফোকাল পারসন ড. বিজয় কৃষ্ণ বিশ্বাস, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মিল্টন বিশ্বাস, পার্টনারশীপ ইন ব্র্যাক ব্যাংক-ডিএই কৃষি উন্নয়ন প্রকল্পের মনিটরিং অফিসার বিবেকানন্দ হীরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদারীপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. সন্তোষ চন্দ্র নন্দ।


জেলার খবর এর আরও খবর: