কালকিনিতে নিরাপদ খাদ্য বিষয়ে জনসচেতনতা মূলক কর্মসূচি অনুষ্ঠিত

 প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৭:০২ অপরাহ্ন   |   জেলার খবর


শেখ লিয়াকত আহমেদ, নিজস্ব প্রতিবেদক 

মাদারীপুরের কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য বিষয়ে জনসচেতনতা মূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, মাদারীপুর জেলা কার্যালয়ের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়।

কালকিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কায়েসুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক (উপসচিব) মোঃ জামাল হোসেন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ জুয়েল মিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বদিউজ্জামান, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ইকরাম হোসেন সহ অন্যান্যরা।

জেলার খবর এর আরও খবর: